পরিবার না চলমান আন্দোলন (সংগৃহীত)

পরিবার না চলমান আন্দোলন এক জন কংগ্রেস কর্মী গান্ধী পরিবারের পক্ষে লিখবে, সেটাই তো স্বাভাবিক! তবে তো এ লেখায় নতুন কিছুই থাকবে না। ইতিহাসে তো নতুন কিছু থাকে না, যেটা হয়েছিল সেটাই তো ঐতিহাসিকরা লিখবেন। বহু দিন ধরে শোনা গান্ধী পরিবারের ক্ষমতা আঁকড়ে থাকার অভিযোগ আবার 'ব্রেকিং নিউজ' হচ্ছে! আমার মতো এক ক্ষুদ্র কংগ্রেস কর্মীর তো কোনও মিডিয়া নেই, তাই এখানেই মনের মধ্যে জমে থাকা কিছু কথা লিখে মনের ভার কমানোর চেষ্টা করছি। যদি লেখায় কোনও ভুল থাকে, কোনও মিথ্যের আশ্রয় থাকে, জানাবেন। ভুল স্বীকার করে নেব। কিছু প্রচলিত কথা আছে, যেমন এই গান্ধীরা কি সেই গান্ধী! রক্তের সম্পর্ক ধরলে তো একদমই না। গান্ধী পদবি থাকলেই যে কেউ মহাত্মা গান্ধী হয়ে যাবে, সেটা আবার হয় নাকি!তবে তো মহাত্মার রক্তের সম্পর্কের মানুষগুলো সবাই মহাত্মা গান্ধী হয়ে যেতেন। প্রজন্ম থেকে প্রজন্ম জিন বাহিত হয়, কিন্তু জীববিদ্যা অনুসারে উপযুক্ত পরিবেশ ছাড়া জিনের বিকাশ হয় না। তাই মহাত্মা গান্ধীর জিন না পেলেও ইন্দিরা গান্ধীর পরিবারটা সেই পরিবেশ পেয়েছিলেন। মানুন, নাই মানুন, ভাল বলুন বা খারাপ, দেশে...