ইন্দিরা প্রিয়দর্শিনী

এক নজরে বিশ্ব নেতৃ ইন্দিরা গান্ধী বিশ্ব রাজনীতিতে শক্তির প্রতীক ইন্দিরা গান্ধী । সমস্যার সামনে হার না মানার ইন্দিরা গান্ধী । রাজনৈতিক জীবনে “Iron lady” ইন্দিরা গান্ধী । বাচ্চাদের মাঝে ছোট্ট বেলায় ফিরে যাওয়ার ইন্দিরা গান্ধী । আমেরিকাকে দিনের বেলায় তারা দেখিয়ে দেওয়ার ইন্দিরা গান্ধী । এক নতুন ভারতের ভাগ্য লেখার ইন্দিরা গান্ধী । দেশের জন্য নিজের রক্ত বইয়ে দেওয়ার ইন্দিরা গান্ধী । পিতা জওহরলাল নেহরু। মাতা কমলা নেহরুর একমাত্র কন্যা ভারতমাতা প্রিয়দর্শিনী শ্রীমতী ইন্দিরা গান্ধী। জওহরলাল নেহরুর পিতা মতিলাল নেহরু তখন এলাহাবাদের নামজাদা উকিল ও জননেতা ছিলেন। এলাহাবাদের আনন্দ ভবনে প্রিয়দর্শিনী শ্রীমতী ইন্দিরা গান্ধীর জন্ম হয় ১৯/১১/১৯১৭ সালে। এক মহান পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও জীবনে খুব লড়াই করে এগিয়ে যেতে হয়েছিল শ্রীমতী ইন্দিরা গান্ধীকে। ছোটবেলা থেকেই প্রায় নিঃসঙ্গতায় ভুগতে হয়েছিল শ্রীমতী ইন্দিরা গান্ধীকে। মা কমলা নেহরু সারা বছরই প্রায় অসুস্থতায় ভুগতেন। পিতা জওহরলাল নেহরু বেশির ভাগ সময়ই স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত থাকতেন নতুবা ব্রিটিশ শাসনের দ্বারা জেল বন্ধী থাক...